জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী
নিহতদের পরিবারের জীবন-জীবিকার ব্যবস্থা করা হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে কয়েক দফা সংঘর্ষে নিহতদের পরিবারের জীবন জীবিকার ব্যবস্থা করা হবে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্য ধরেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে। শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে চাইলে, সেই সুযোগও করে দেয়া হয়েছে। তবে পরিতাপের বিষয় কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
সরকার প্রধান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন থেকে কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হানারোর কষ্ট আমার চেয়ে আর কে বেশি জানে বললেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে যা ঘটেছে তা কাম্য ছিলো না। ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেওয়া হয়েছে। উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। মেয়েদের হলে আক্রামণ করা হয়, তারা লাঞ্ছিত হয়। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত তাদের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।