সংবাদ শিরোনাম ::
নির্মিতব্য ক্রিকেট ষ্টেডিয়াম পরিদর্শন করলেন বিসিবি সভাপতি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
২০৩১ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনিয়মের অভিযোগে ওই স্টেডিয়ামসহ বিসিবির আর্থিক বিষয়াদি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।
একইসঙ্গে স্টেডিয়াম নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়াও বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এরপর শনিবার (৩১ আগস্ট) শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করেন ফারুকসহ বিসিবির অন্য কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন-বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।