ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে সেনা প্রধান

নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবো

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনী অন্তবর্তকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান বলেন,রাজশাহী বিভাগের ৮ জেলায় সংখ্যালঘুদের উপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা অত্যন্ত ভালো দিক। আমরা সবাই মিলে কাজ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব যদি আমরা সবাই একসাথে কাজ করি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি অভিযোগ থাকলে মামলা হবে, তারা শাস্তির আওতায় যাবেন। তাদের জীবনের যে হুমকি রয়েছে, সেজন্য তাদের আশ্রয় দিয়েছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। এটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। এরমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। আমরা পুলিশকে সুরক্ষা দিচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।

এ সময় উপস্থিত ছিলেনরাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীতে সেনা প্রধান

নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবো

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪


সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সেনাবাহিনী অন্তবর্তকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় সেনাপ্রধান বলেন,রাজশাহী বিভাগের ৮ জেলায় সংখ্যালঘুদের উপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা অত্যন্ত ভালো দিক। আমরা সবাই মিলে কাজ করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব যদি আমরা সবাই একসাথে কাজ করি।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি অভিযোগ থাকলে মামলা হবে, তারা শাস্তির আওতায় যাবেন। তাদের জীবনের যে হুমকি রয়েছে, সেজন্য তাদের আশ্রয় দিয়েছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। এটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। এরমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। আমরা পুলিশকে সুরক্ষা দিচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।

এ সময় উপস্থিত ছিলেনরাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা।