ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুক্তিতে সচিব হলেন পাঁচজন

নিয়োগের তিন দিনেই স্বরাষ্ট্র সচিবকে বদলি

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়োগ দেয়ার ৩ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বদলি করা হয়েছে। একই সাথে বদলি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে ।

অন্যদিকে, অবসরে যাওয়া ৫ জন অতিরিক্ত সচিবকে ৫টি মন্ত্রণালয় ও বিভাগে চুক্তি ভিত্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের এই বদলির আদেশ দেয়া হয়। প্রঞ্জাপনে স্বাক্ষর করেন উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।

১৪ আগস্ট একদিনে এনবিআর চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছিলো। এছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে নতুন সচিব দেয়া হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

একই দিন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়। শনিবার (১৭ আগস্ট) তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়।

অন্যদিকে যে ৫জন অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিতে সচিব করা হয় এরমধ্যে শেখ আবদুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ, মোহাম্মদ আবদুল মোমেনকে জননিরাপত্তা বিভাগ এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাঁদের দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুক্তিতে সচিব হলেন পাঁচজন

নিয়োগের তিন দিনেই স্বরাষ্ট্র সচিবকে বদলি

সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

নিয়োগ দেয়ার ৩ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বদলি করা হয়েছে। একই সাথে বদলি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে ।

অন্যদিকে, অবসরে যাওয়া ৫ জন অতিরিক্ত সচিবকে ৫টি মন্ত্রণালয় ও বিভাগে চুক্তি ভিত্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের এই বদলির আদেশ দেয়া হয়। প্রঞ্জাপনে স্বাক্ষর করেন উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।

১৪ আগস্ট একদিনে এনবিআর চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছিলো। এছাড়া জননিরাপত্তা বিভাগের সচিবকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে নতুন সচিব দেয়া হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

একই দিন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়। শনিবার (১৭ আগস্ট) তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়।

অন্যদিকে যে ৫জন অতিরিক্ত সচিবকে চুক্তি ভিত্তিতে সচিব করা হয় এরমধ্যে শেখ আবদুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ, মোহাম্মদ আবদুল মোমেনকে জননিরাপত্তা বিভাগ এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাঁদের দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়।