‘নিয়ম না মানলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা’
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে নিয়মবিধি মেনে ক্যাফেটেরিয়া নির্মাণ করতে হবে। নিয়ম না মানলে জরিমানার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উদয়ন স্কুলে ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ট্রেনিংয়ের সুযোগ না দিতে পারলে আসন সংখ্যা বাড়িয়ে কোন লাভ নেই।
উল্লেখ্য, চলতি বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট শিক্ষার্থী ৫০ হাজার ৭৯৫ জন। ১২টি কেন্দ্রে এক যোগে চলছে পরীক্ষা। প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৯৩ জন শিক্ষার্থী।
এর আগে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদে বিসি এস আই আর কংগ্রেসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানের উৎকর্ষ সাধনে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণাই নতুন নতুন উদ্ভাবনের পথ উন্মুক্ত করতে পারে। এ সময় অন্যান্য দেশের সাথে প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন মন্ত্রী।