নিউমার্কেট মোড় দখল করে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার আন্দোলনকারী। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল জনসমাগমের কারণে নিউমার্কেটের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কার্যত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যায়্।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। আধাঘণ্টার মধ্যেই হাজারো মানুষের সমাগম ঘটে। জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। নিউমার্কেট মোড়ে বিক্ষোভস্থল থেকে ফুটপাতে পুলিশ বক্স ও সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
সরেজমিনে দেখা গেছে, নগরীর সদরঘাট মোড়, জিপিও মোড়, স্টেশন রোড এবং আমতল মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অবরুদ্ধ করে ফেলে। বিশেষ করে কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এদিকে, নগরীর লালখান বাজার মোড়, বহদ্দারহাট, দুই নম্বর গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা দেশজুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদ জানান।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।