নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
যশোরে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরে পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে যশোরে। বুধবার (১১ সেপ্টেম্বর) ১২ টার দিকে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্স এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ পালিত হয়।
এ সময় যশোর নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন নার্সিং ও মিট ওয়াইফারির ইন্সটেক্টর স্বপ্না বিশ্বাস ও ইন্সটেক্টর সুলতানা পারভিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নার্সিং ইনস্টিটিউট ও মিড ওয়াইফারি মাকসুদা নুর নার্সদের নিয়ে খুবই বাজে বক্তব্য দিয়েছেন।আমরা তার প্রতিবাদ জানাই এই নিন্দনীয় ঘটনায় অনতি বিলম্বে মাকসুরা নূরকে পদত্যাগ করতে হবে।
বক্তারা আরও বলেন, নার্সিং ইনস্টিটিউ এবং ওয়াইফারির মহাপরিচালকসহ সহ বিভিন্ন পরিচালকের দায়িত্ব পালন করেন সচিবরা (আমলাদা) আমাদের নার্সিং ইনস্টিটিউটের অনেক মেধাবীরা রয়েছেন দাদা বিদেশ থেকে পিএইচডি করে এসেছেন। তারা অনেক অনেক যোগ্যতা সম্পন্ন। বৈষম্যের কারণে যোগ্য ব্যক্তিদের না দিয়ে আমলা সচিবদের দিয়ে মহাপরিচালক এবং পরিচালকের দায়িত্ব আপনাদের আছে। আমাদের দাবি আমাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানের দায়িত্ব দেয়া হোক। ।