নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 152.01312; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে নার্সিং সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলা হাসপাতালে কর্মরত নার্সদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, সেবা নার্সিং ইনস্টিটিউট, বিজয় নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জানানো হয়, মাকসূরা নূর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তিনি নার্সদের বদলি বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এ সব বিষয়ে কথা বলতে গেলে নার্সদের সঙ্গে অশোভন আচরণ ও কটাক্ষ করেন তিনি। নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন। তার এমন মন্তব্য নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলেছে।