নারী শিক্ষার্থীকে হেনস্তা: দুই বহিরাগত আটক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
দুইজন শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ আদায়, নারী শিক্ষার্থীকে হেনস্তা ও ছিনতাই চেষ্টাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের পেছনে মনপুরা এলাকার প্রবেশপথে এউ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নাজমুল হাসান (৩২) নামে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) চতুর্থ শ্রেণির কর্মকর্তাকে আটক করা হয়েছে।অপরজন হলেন- আলামিন (২৮) । তিনি একই প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্পে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ ৪৯ ব্যাচের শিক্ষার্থী রুহুল আমিন ও তার নারী বন্ধু সন্ধ্যা সাড়ে ৭টায় বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মনপুরা এলাকার দিকে যাচ্ছিলেন৷ এসময় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে দাঁড়ায়। তারা সাথে সাথে ভুক্তভোগীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করে। অথবা শারিরীক সম্পর্ক করার প্রস্তাব দেয়। অন্যথায় নারী শিক্ষার্থীকে হেনস্তা ও তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেয়। প্রায় তিনঘন্টা আটকে রাখার পর রুহুল আমিন টাকা আনার কথা বলে সুকৌশলে বন্ধুদের ফোন করেন। এসময় সালাম বরকত হল থেকে শিক্ষার্থীরা গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী৷
রাত পৌনে ১টায় আশুলিয়া থানার উপপরিদর্শক নুর আলম মিয়া অভিযুক্ত, ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে নিয়ে আশুলিয়া থানায় যান। এ ঘটনায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল জানান, ঘটনা জানার পর প্রক্টরকে অবহিত করেছি। রেজিস্ট্রার মহোদয়ের অনুমতি সাপেক্ষে পুলিশের সোপর্দ করেছি।