নারী এমপির বিরুদ্ধে মৎস্য খাদ্য লুটপাটের অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে একটি বিলের ৫ লাখ টাকার মৎস্য খাদ্য ও সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহমুদের বিরুদ্ধে।
রবিবার (১৪ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে পুলিশের সহযোগিতায় সংসদ সদস্য উপস্থিত থেকে লোকজন নিয়ে বিলের মালামাল লুটপাট করেন বলে অভিযোগ করেন বিলের ইজারাদার ও পাহারাদারা।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে শিবগঞ্জের কুমিরাদহ বিলের এইচ বিবি রাস্তা পরিদর্শনে আসেন সংসদ সদস্য জারা মাহবুব। এসময় এমপির লোকজন বিলের লিজকৃত সাইনবোর্ড, টিউবওয়েল, মৎস্য খাদ্য ও সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায়।
বাবু নামে বিল পাহারাদার বলেন, এমপি জারা পুলিশের সহযোগিতায় জোরপূর্বক মাছের খাবার খৈল ভুট্টা আমাদের লোকজনের খাবার ও কাপড় চোপড় লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে ইজারাদার তোজাম্মেল হক বলেন, আমরা দীর্ঘদিন যাবত চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ স্টেটের কুমিরাদহ বিল লিজ নিয়ে মাছ চাষ করে আছসি। হঠাৎ গতকাল (রোববার) এমপি জারা পুলিশের সহযোগিতায় আমাদের মাছের খাদ্য ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে মাছ লুটের শঙ্কায় রয়েছি।
বিল পাহারাদার আব্দুল্লাহার মা ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে বিলের মাছ ধরার নৌকা চালক। এজন্য আমার বাড়ীতে এস আই ইন্দ্রজিত, এমপি জারা মাহবুব এর পক্ষ থেকে বার বার গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ নারী আসনের এমপি জারা জাবীন মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।