ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের গর্ভবতী করলেই লাখ টাকা! সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনব কাজের ‘টোপ’। বিশেষ কিছু কাজের জন্য চাই সক্ষম পুরুষ। যিনি নারীদের গর্ভবতী করতে পারবেন। এর বিনিময়ে তিনি পাবেন লাখ লাখ টাকা। সোশাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কৌশল করেছিলো একটি চক্র। তবে বিষয়টি নজরে আসার পরই সক্রিয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দু’জনকে।

সম্প্রতি ভারতের হরিয়ানার নূহ জেলায় সোশাল মিডিয়ায় এমন এক বিজ্ঞাপন ভাইরাল হয়। বিঞ্জাপনে বলা হয়, নারীদের গর্ভবতী করুন, অঅর এর বিনিময়ে লাখ লাখ টাকা আয় করুন। এমন নারীদের গর্ভবতী করতে হবে যাদের সন্তান হচ্ছে না। কাজে সফল হলেই পাওয়া যাবে লাখ টাকা।

ভাইরাল হওয়া ওই বিজ্ঞাপন পুলিশের নজরে আসে। এরপর তৎপর হয় হরিয়ানা পুলিশ। পুরো ঘটনাটি তদন্তে নামে তারা। এর পর প্রকাশ্যে আসে বড়সড় এক চক্র।

দেশটির পুলিশের তরফে থেকে জানানো হয়, নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার এই বিজ্ঞাপন পুরোটাই ভুয়া। বহু মহিলাদের ভুয়া ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণা চালিয়ে আসছিলো। মূলত বেকার যুবকরাই ছিল চক্রটির মূল টার্গেট। টাকা ও যৌনতার লোভে এই চক্রের ফাঁদে পা দিতো বেকার যুবকরা। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে কেউ এদের সাথে যোগাযোগ করলেই রেজিস্ট্রেশন বাবদ বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া হতো। এরপর এইসব যুবকদের ব্লক করে দেওয়া হতো।

এরইমধ্যে এ ঘটনায় দেশটির পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো- এজাজ ও ইরশাদ। তারা একাধিক ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে এই বিজ্ঞাপন পোস্ট করতো। এমন একাধিক ফেক অ্যাকাউন্ট নজরে এসেছে পুলিশের। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে ইতিমধ্যেই জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীদের গর্ভবতী করলেই লাখ টাকা! সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

অভিনব কাজের ‘টোপ’। বিশেষ কিছু কাজের জন্য চাই সক্ষম পুরুষ। যিনি নারীদের গর্ভবতী করতে পারবেন। এর বিনিময়ে তিনি পাবেন লাখ লাখ টাকা। সোশাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কৌশল করেছিলো একটি চক্র। তবে বিষয়টি নজরে আসার পরই সক্রিয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দু’জনকে।

সম্প্রতি ভারতের হরিয়ানার নূহ জেলায় সোশাল মিডিয়ায় এমন এক বিজ্ঞাপন ভাইরাল হয়। বিঞ্জাপনে বলা হয়, নারীদের গর্ভবতী করুন, অঅর এর বিনিময়ে লাখ লাখ টাকা আয় করুন। এমন নারীদের গর্ভবতী করতে হবে যাদের সন্তান হচ্ছে না। কাজে সফল হলেই পাওয়া যাবে লাখ টাকা।

ভাইরাল হওয়া ওই বিজ্ঞাপন পুলিশের নজরে আসে। এরপর তৎপর হয় হরিয়ানা পুলিশ। পুরো ঘটনাটি তদন্তে নামে তারা। এর পর প্রকাশ্যে আসে বড়সড় এক চক্র।

দেশটির পুলিশের তরফে থেকে জানানো হয়, নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করার এই বিজ্ঞাপন পুরোটাই ভুয়া। বহু মহিলাদের ভুয়া ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণা চালিয়ে আসছিলো। মূলত বেকার যুবকরাই ছিল চক্রটির মূল টার্গেট। টাকা ও যৌনতার লোভে এই চক্রের ফাঁদে পা দিতো বেকার যুবকরা। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে কেউ এদের সাথে যোগাযোগ করলেই রেজিস্ট্রেশন বাবদ বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া হতো। এরপর এইসব যুবকদের ব্লক করে দেওয়া হতো।

এরইমধ্যে এ ঘটনায় দেশটির পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো- এজাজ ও ইরশাদ। তারা একাধিক ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে এই বিজ্ঞাপন পোস্ট করতো। এমন একাধিক ফেক অ্যাকাউন্ট নজরে এসেছে পুলিশের। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে ইতিমধ্যেই জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের।