ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার এজাহার দাখিল

নাটোর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যার অভিযোগে পৃথক এজাহার দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় হাজির হয়ে নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইন আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান ও নিহত লেদ মিস্ত্রী শরিফুল ইসলাম মোহনের(৪২) বড় ভাই এস এম সেলিম মাসুম এজাহার দুটি দাখিল করেন।

এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামীরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হত্যার উদ্দেশ্য অপহরন করে মিকদাদ হোসাইন খান আকিব ও লেদ মিস্ত্রী শরিফুল ইসলাম মোহনসহ কয়েকজনকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটক করে রাখে। বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা সাবেক এমপি শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যায় শিমুল। এ সময় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মিকদাদ ও লেদ মিস্ত্রী মোহন বাড়ী থেকে বের হতে না পেরে ঘরে দেয়া আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি হত্যা মামলার এজাহার দাখিল করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এজাহার দুটি গ্রহন করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে নাটোর সদর থানায় আরো দুটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাটোরে শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার এজাহার দাখিল

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে অপহরণ করে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যার অভিযোগে পৃথক এজাহার দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর থানায় হাজির হয়ে নিহত আন্দোলনকারী মিকদাদ হোসাইন আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান ও নিহত লেদ মিস্ত্রী শরিফুল ইসলাম মোহনের(৪২) বড় ভাই এস এম সেলিম মাসুম এজাহার দুটি দাখিল করেন।

এজাহার সুত্রে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সরকার পতনের দিন দুপুরে আসামীরা শহরের ছায়াবানী মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হত্যার উদ্দেশ্য অপহরন করে মিকদাদ হোসাইন খান আকিব ও লেদ মিস্ত্রী শরিফুল ইসলাম মোহনসহ কয়েকজনকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটক করে রাখে। বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা সাবেক এমপি শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যায় শিমুল। এ সময় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মিকদাদ ও লেদ মিস্ত্রী মোহন বাড়ী থেকে বের হতে না পেরে ঘরে দেয়া আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি হত্যা মামলার এজাহার দাখিল করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এজাহার দুটি গ্রহন করা হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে নাটোর সদর থানায় আরো দুটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে।