নাচোলের সাংবাদিক মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সাংবাদিক এসোসিয়েশনের অর্থ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ তহবিল নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট এর সদস্য, দৈনিক ঢাকার ডায়লগ পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট সমাজ সেবক, মোহাম্মদ আলী মারা গেছেন।
বুধবার (২৮ আগস্ট) ভোর পৌনে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমের পিতা নাজমুল হুদা জানান, আমার ছেলে বেশ কিছুদিন যাবত টাইফয়েড, জন্ডিস, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। বিকাল ৫ টায় নাচোল সদর ইউনিয়নের নিজ গ্রাম জোনাকি পাড়ায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জোনাকিপাড়া কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
জানাজায় অংশ নেন- নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, সেকেন্ড অফিসার আলমগীর হোসেন। কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং উপজেলার সকল প্রেসক্লাবের সদস্যরা, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীর, বিভিন্ন দলের রাজনীতিবিদ, শিক্ষক,গ্রামবাসী সহ বিভিন্ন পেশার মানুষ।
এছাড়া সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, নাচোল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর, তিনি রেখে গেছেন মা, বাবা, বোন, অন্তঃসত্ত্বা স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের।