ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী মো. বিল্লাল মিয়ার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার(৯ মার্চ) সকালে জেলার নবীনগর উপজেলা পরিষদ ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চেয়ারম্যানপ্রার্থী মো. বিল্লাল মিয়া বলেন, নির্বাচন শুরু হওয়ার আগে চেয়ারম্যানপ্রার্থী মো. হেলাল উদ্দিনের সমর্থকরা আমিসহ আমার কর্মীদের ওপর হামলা করেন। সঙ্গে সঙ্গে আমি ডিসি ও এসপিকে বিষয়টি জানালে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

অভিযুক্ত প্রার্থী মো. হেলাল উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। আমার বিরুদ্ধে আনা মিথ্যা হামলার অভিযোগ সম্পর্কে আমি অবগত নই।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, সকালে ছোটখাটো ঘটনা ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, জেলা পরিষদের উপনির্বাচনে তিন প্রার্থী রয়েছেন। উপজেলা পরিষদের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন শুরু থেকে এখন পর্যন্ত আর কোনো ঝামেলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী মো. বিল্লাল মিয়ার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার(৯ মার্চ) সকালে জেলার নবীনগর উপজেলা পরিষদ ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চেয়ারম্যানপ্রার্থী মো. বিল্লাল মিয়া বলেন, নির্বাচন শুরু হওয়ার আগে চেয়ারম্যানপ্রার্থী মো. হেলাল উদ্দিনের সমর্থকরা আমিসহ আমার কর্মীদের ওপর হামলা করেন। সঙ্গে সঙ্গে আমি ডিসি ও এসপিকে বিষয়টি জানালে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

অভিযুক্ত প্রার্থী মো. হেলাল উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। আমার বিরুদ্ধে আনা মিথ্যা হামলার অভিযোগ সম্পর্কে আমি অবগত নই।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, সকালে ছোটখাটো ঘটনা ঘটেছে, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, জেলা পরিষদের উপনির্বাচনে তিন প্রার্থী রয়েছেন। উপজেলা পরিষদের বাইরে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন শুরু থেকে এখন পর্যন্ত আর কোনো ঝামেলা হয়নি।