সংবাদ শিরোনাম ::
ননএমপিও বেসরকারি শিক্ষক ফোরামের স্মারকলিপি (ভিডিও)
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
রাজশাহী জেলার স্বীকৃতি প্রাপ্ত ননএমপিও বেসরকারি শিক্ষক ফোরামের আয়োজনে সকল ননএমপিও প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ একত্রিত হয়ে ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তারা এই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন -কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মুনিমুল হক,রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুস সালাম, সেক্রেটারি সুপার মোঃ নিয়াজ উদ্দিন, এছাড়াও সহ-সভাপতি ফারহানা শরমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন। এসকল ননএমপিও শিক্ষকদের একদফা এক দাবি একযোগে সকল স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিও প্রদান।