নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, নিহত ১৪
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা। নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলো। তারা সবাই ভারতীয়। বাসটিও উত্তরপ্রদেশে নথিবদ্ধ ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে পুলিশের তরফে সরকারিভাবে মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনাটি ঘটেছে।
নেপাল পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের ওই বাসটিতে ৪০ জন যাত্রী ছিলো। শুক্রবার (২৩ আগস্ট) পোখরা থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল বাসটি। পথে তানাহুন জেলার মারসিংডি নদীতে যাত্রীবোঝাই বাসটি পড়ে যায়। তবে নদীর তীরেই বাসটির খোঁজ মিলেছে।
স্থানীয় ডিএসপি দীপকুমার রায়া জানান,উদ্ধারকাজ শুরু হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে নেপালের সেনাও।
প্রাথমিকভাবে জানা গেছে, ভয়াবহ এই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৬ জন।
জানা গেছে, পোখরার মাঝেরি রিসর্টে ছিলেন ওই বাসে থাকা ভারতীয় যাত্রীরা। শুক্রবার (২৩ আগস্ট) সকালে তারা রওনা দেন কাঠমাণ্ডুর উদ্দেশে। দুর্ঘটনার শিকার যাত্রীদের কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা কিনা, তা জানার চেষ্টা করছে যোগীরাজ্যের প্রশাসন।
উল্লেখ্য, গত মাসেও ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে নেপালে। রাস্তায় ধস নেমে নদীতে পড়ে যায় দু’টি যাত্রীবোঝাই বাস।তোতে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে ছিলেন ৭ ভারতীয়ও।