নতুন কর্মসূচি দেবেন শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৩ জুলাই) নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সমন্বয়করা। এদিকে, শাহবাগ থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সমন্বয়করা জানিয়েছেন, দেশের সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এক দফা দাবিসহ দেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিলো শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়।
কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে পূর্বের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।
এরপর হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এরমধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ।