নতুন কর্মসূচি কোটা আন্দোলনকারীদের
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাযা ও কফিন মিছিল’ করা হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাযা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) সারাদেশে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এরমধ্যে রাজধানীতে দুইজন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে একজন মারা গেছে।
রংপুরে নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনে বেরোবিতে অন্যতম সমন্বয়ক ছিলেন।