নড়াইলে জাতীয় কাবাডি চ্যাম্পিয়ানশীপের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতার নড়াইল জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনা, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা পুলিশের আয়োজনে বুধবার (১০ জুলাই) বীরশ্রেষ্ঠ নূর সোহাম্মদ ষ্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ডিবির ওসি ছাব্বিরুল ইসলাম, টিআই কাজী হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আয়ুব খান বুলু, অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ ঘোষসহ প্রমুখ।
দুপুরে উদ্বোধনী খেলায় পুরুষ নড়াইল সদর থানা কাবাডি দল ৩২-২৪ পয়েন্ট লোহাগড়া থানা কাবাডি দলকে পরাজিত করে। এ প্রতিযোগীতায় নড়াইল জেলার নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার চারটি পুরুষ দল এবং নড়াইল ও নড়াগাতি থানার দুইটি মহিলা দল অংশ গ্রহন করবে।