দয়া নয়, কর্ম চাই বাঁচার মতো বাঁচতে চাই
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বগুড়া জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘দয়া নয় কর্ম চাই বাঁচার মতো বাঁচতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বগুড়ার প্রানকেন্দ্র সাতমাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বৈষম্য মুক্ত চাকরি ও কর্মসংস্থান,কর্মমুখী শিক্ষা, সুপারিশ জামানত ও বয়স সীমা মুক্ত কর্ম,সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষনের ব্যবস্থা,শিক্ষা ও প্রশিক্ষনের সনদের উপর ঋন ব্যবস্থা,প্রতিবন্ধীদের শতভাগ চাকরীতে নিয়োগের ব্যবস্থা,দেশের সকল নাগরিকের কর্মসংস্থান ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষনের ব্যবস্থা করা দাবীতে আজকের এই মানববন্ধন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এস কে সুমন হাসান যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা,সাংগঠনিক সম্পাদক সেলিম খান,সহ সাংগঠনিক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক মিষ্টার হাসানসহ সদস্যঃজাহিদ হাসান,ইসরাফিল, মোস্তফা আল মাহমুদ, আসলাম হোসেন।
জেলা যুব অধিকার পরিষদের সাথে আরও উপস্থিত ছিলেন- মিজানুর রহমান ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা , সোহাগ আহম্মেদ, শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা, খোরশেদ আলম গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা।
দয়া নয় কর্ম চাই বাঁচার মত বাঁচতে চাই এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে জেলার সকল উপজেলা থেকে জেলা যুব অধিকার পরিষদের এই অনুষ্ঠানে ব্যানার সহ যোগদিতে আসেন ভিপি নূরের এই রাজনৈতিক সংগঠনের মাঠ পর্যায়ের নেতা ও কর্মীরা। মানববন্ধনের অনুষ্ঠান থেকে ৭ দফার দাবী জানিয়ে মানববন্ধনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।