দেশে ফিরছেন তারেক রহমান!
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে দলটি। এ ব্যাপারে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারেক রহমানকে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান। তিনি এই আন্দোলনে প্রতি মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি।
সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আলোচনা শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।
এ সময় বিএনপির মহাসচিব বলেন, বৈঠকে সংসদ ভেঙে দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দী ও ছাত্রনেতারা যাদের ১ জুলাই থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেয়া হবে। রাজনৈতিক কারণে যাদের বন্দী করে রাখা হয়েছে, তাদেরও মুক্তি দেয়া হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশবাসীকে বলতে চাই, আসুন আমরা যে সাফল্য অর্জন করেছি, সেই সাফল্যকে ধরে রাখতে, যাতে সেটা অন্য দিকে প্রবাহিত না হয়, সে জন্য নিজেরা সংযমের পরিচয় দিই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে যেন কাউকে আক্রমণ না করি।