‘দুর্নীতি করে কেউ পার পাবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দুর্নীতি করে কেউ আর পার পাবে না। সে যেই হোক দুর্নীতি করলে রক্ষা নেই। যেই দুর্নীতি করবে আমরা ধরবো। দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি।
শনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সশয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ অত্যন্ত কর্মঠ ও সৃজনশীল। কিছু কিছু দুষ্ট প্রকৃতির থাকে তাদের আমরা ধর্তব্য নেই না। কালো টাকা সাদার বিষয়ে বলেন,এখন জিনিসের দাম বেড়ে গেছে। ঢাকার শহরে এক কাঠা জমি থাকলে সেই কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অনেক টাকা চলে আসে।
সরকার প্রধান বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেয়ার মতো সক্ষমতা সরকারের রয়েছে। চ্যালেঞ্জ নিয়েছি বলেই সম্ভব হয়েছে। আমাদের ইচ্ছা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। আর সেজন্যই তো উন্নয়নটা হয়। আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা এই বাজেট প্রণয়ন করেছি। উন্নয়ন বাজেট দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের পর দেশে কোনো অতিদরিদ্র থাকবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রীর আশা. এই বাজেট বাস্তাবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে।