সংবাদ শিরোনাম ::
দুর্নীতির ৬ মামলায় জামিন পেলেন ফালু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দুদকের দায়ের করা দুর্নীতির ৬ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতে হাজির হন তিনি। এরপর তার স্থায়ী জামিন মঞ্জুর করেন বিচারক ফারহানা ইয়াসমিন।
ময়মনসিংহের ভালুকা থানায় ২০১৭ সালের ২৯ আগস্ট দুদকের ময়মনসিংহ সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে ছয়টি মামলা দায়ের করেন। ভালুকায় জমি কেনা সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে মামলাগুলো করা হয়। এসব মামলা ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিলো।