সংবাদ শিরোনাম ::
দুই কেজি গাঁজাসহ ২ কারবারি আটক
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ি চেকিং করে দুই কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে পলাশবাড়ী উপজেলার বিটিসি অফিসের সামনে ঢাকাগামী বাস সেঞ্চুরী স্পেশাল পরিবহনে পুলিশ গাড়ী চেকিংকালে মো. শাহ আলম (২২) এবং মো. মোখলেছ মিয়া (৫০) কে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে দুই কেজি গাঁজা পাওয়া যায়।
পলাশবাড়ী থানা পুলিশ এসআই(নিঃ) রাজ ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার সদর থানার বাঁশদহ গ্রামের মোঃ শাহ আলম (২২) এবং একই এলাকার হরিণ চওড়া গ্রামের মোখলেছ (৫০)।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।