দীপু মনি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে।সাবেক এই পররাষ্ট্র, শিক্ষা এবং সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে আটকে অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হবে।
’৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার ক্ষমতাচুত্যির পর আত্মগোপনে ছিলেন সাবেক এই মন্ত্রী।বারিধারায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক হয়।
গণ আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
২০০৮ সাল থেকে দীপু মনি চাঁদপুর-৩ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।
এদিকে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে ১৮ জুলাই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়।
চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে গত ১৫ আগস্ট এই মামলাটি দায়ের করেন ।