একদিনে ৫ জনের মৃত্যু
দাপট বাড়ছে ডেঙ্গুর

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর ফলে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০২ জনে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩৪ জন।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়। এ সময় মৃত্যু হয় একজনের।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী ২০০০ সালে দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয়। ২০২২ সাল পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৪ হাজার ২৪৬ জন। আর মৃত্যু হয় ৮৫৩ জনের।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে গত বছর। সেই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৭০৫ জনের।