তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান হলেন যারা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট বুধবার (২৯ মে) ৮৭ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৮টায় ভোট শুরু হয়। বিকেল ৪টায় ভোট শেষ হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার পর থেকে চলে বেসরকারি ফলাফল ঘোষণা।
তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিলো। তবে ঘূর্ণিঝড় রেমাল ও মামলাজনিত কারণে ২১ উপজেলায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে৯ জুন।
তৃতীয় দফায় বেসরকারি ফলাফলে উপজেলায় নির্বাচিত হলেন যারা–
জামালপুরের মেলান্দহে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী দিদার পাশা, ভাইস চেয়ারম্যান পদে ইব্রাহিম খলিলুল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোনাকী আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন তোফা। এছাড়া দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কে এম সালমান শামস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শরীয়তপুরের ডামুড্যায় আবদুর রশিদ গোলন্দাজ, গোসাইরহাটে মোশাররফ সরদার। দিনাজপুরের খানসামায় সহিদুজ্জামান শাহ, সদরে ইমদাদা সরকার, চিরিরবন্দরে সুনীল কুমার সাহা নির্বাচিত হয়েছেন। রাঙামাটির নানিয়ার চর অমর জীবন চাকমা, লংগদুতে বাবুল দাশ বাবু। সাতক্ষীরা সদরে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান বাবু।
বগুড়া সদরে নির্বাচিত হয়েছেন শুভাশিষ পোদ্দার লিটন। চট্টগ্রামের পটিয়ায় দিদারুল আলম। মানিকগঞ্জ সদরে নির্বাচিত হয়েছেনসুদেব কুমার সাহা, সাটুরিয়ায় শাহজাহান আলী।
রংপুর সদরে নির্বাচিত হয়েছেনইকবাল হোসেন, গংগাচড়ায় রুহুল আমিন। যশোরের বাঘারপাড়ায় বিপুল ফারাজী, অভয়নগরে সরদার ওলিয়ার রহমান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আখতারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ফরিদপুরের নির্বাচিত হয়েছেন ভাঙ্গায় কাওছার ভুইয়া, সদরপুরে শহিদুল ইসলাম বাবুল।
খাগড়াছড়ির মহালছড়িতে নির্বাচিত হয়েছেন বিমল চাকমা, লক্ষীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমা। সিলেটের বালাগঞ্জে নির্বাচিত হয়েছেন আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জে আশফাকুল ইসলাম সাব্বির, বিয়ানীবাজারে আবুল কাশেম পল্লব।
সুনামগঞ্জের ছাতকে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম কিরন, দোয়ারাবাজারে তানভির চৌধুরী আশরাফ। ফেনী সদরে শুসেন চন্দ্র শীল, সোনাগাজীতে জহির মাহমুদ লিপটন, দাগনভুঞায় দিদারুল কবীর রতন। পাবনার আটঘরিয়ায় তানভীর ইসলাম নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জের নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার।