সংবাদ শিরোনাম ::
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ত্যথ নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া।
জানা গেছে, ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় দুপুর থেকে অভিযান চালায়। পরে শমসের মবিনকে বাসা থেকে আটক করা হয়।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে শমসের মবিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।