তিন শিশুকে যৌন নির্যাতন: ৭০ বছরের বৃদ্ধ আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়ায় তিনি শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৭০ বছর বয়সী আজহার আলি মোল্লাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় পিরোজপুর জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ৩০ জুলাই বিকাল আনুমানিক ৪টার দিকে কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৭০) তিন শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ভিকটিমের বাবা বাদী হয়ে আজাহার মোল্লার বিরুদ্ধে ১ আগষ্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কচুয়া থানার ওসি মো. মহসীন হোসেন জানান,ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামি পলাতক ছিল। পরবর্তীতে পিরোজপুর জেলার রাজারহাট এলাকা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।