তিন লাখ টাকা দেয়ার শর্তে বিয়ে করতে গেলো সেই বর
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
থানায় উভয় পক্ষ বসে পারভীনকে দেনমোহর বাবদ ৩ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থানা থেকে দ্বিতীয় বিয়ে করতে গেলেন বর গাইবান্ধার সেই বর শফিকুল। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছেন শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সাদুল্যাপুর থানা পুলিশ।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম (২৫) পারভীন খাতুন (২০) নামের নারীকে বিয়ে করে পরবর্তীতে তালাক দিয়ে দেন। এরপর দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে ১৮ অক্টোবর বিকেলে তার উপর হামলা করেছে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনরা। এসময় বর শফিকুলসহ তার যাত্রীদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ২০২২ সালে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে সাথে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। তাদের দাম্পত্য জীবনে প্রায় আড়াই বছর পার হওয়ার পর প্রায় তিন মাস আগে পারভীনকে তালাক দেয়। তবে তালাক দেওয়া হলেও ওই দেনমোহরের টাকা পরিশোধ করেনি শফিকুল ইসলাম।
এর মাঝে দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোযোগে ফকিরপাড়া নামকস্থানে বরযাত্রী পৌঁছিলে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনরা লাঠিসোডা নিয়ে হামলা করে বরযাত্রীর উপর। খরব পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ ঘটনা স্থল থেকে বর শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে আসে। এবং উভয় পক্ষের মাঝে সমাধা হওয়ায় ৩ লক্ষ দেনমোহর এর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বর দ্বিতীয় বিয়ে করতে রওয়ানা দিয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) উক্ত ঘটনা ঘটবার পর এ বিষয়ে সাদুল্যাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছিলেন।