তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আওয়ামীলীগ সরকারের আমলে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাগেরহাটের শরণখোলা বিএনপি।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আলোচনা সভায় এই দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন।
অন্যদের মধ্যপ বক্তৃতা করেন রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, শ্রমিক দলের সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, বিএনপি নেতা ডা. হুমায়ূন কবীর, মনিরুজ্জামান আকন, আবুল হোসেন বয়াতী প্রমুখ।