ঢাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটার আন্দোলনে মুখোমুখি অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, কোটা ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ সময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার দাবিতে সোমবার বেলা ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সরকারি ইডেন মহিল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ,সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।