ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়তে হবে ৬টার মধ্যে
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক।সার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে বিজিবির পাহারায় জরুরি সভায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এই সভা হয়। এ সময় তার কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি সিন্ডিকেট সদস্যরা। পরে দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভনে আবারো বৈঠকে বসেন তারা। সেখান থেকে এই সিদ্ধান্ত আসে। বৈঠকে উপস্থিত এমন একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) অনির্দিষ্টকালের জন্য সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
ইউজিসির ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় বুধবার (১৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বুধবার (১৭ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।