ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা। শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে। রোববার (৪ আগষ্ট) দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। ফলে সকাল থেকেই দূরপাল্লারসহ আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে মহাসড়কে রয়েছে। সকালে কিছু ট্রাক ও কার্ভাডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা ওইসব যানবাহনগুলোকে আটকে দেয়।
এর ফলে মহাসড়কে বর্তমানে সুনশান নিরবতা অবস্থা বিরাজ করছে।

বেসরকারী প্রতিষ্ঠানের এক চাকুরীজীবি আমজাদ হোসেন বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোন গাড়ী নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি। আওলাদ হোসেন নামের আরেক যাত্রী বলেন, ঢাকা যাওয়া খুব জরুরী ছিল। কিন্তু কোনো যানবাহন না থাকায় বাসায় ফিরে যেতে হচ্ছে। এদিকে আদমজী-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল বিদ্যুৎ অফিস ও ভূমি পল্লী সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা ব্যরিকেড দিয়ে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, রোববার সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা অবস্থান নিয়ে মহাসড়কে যানচলাচল বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রোববার (৪ আগস্ট) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা। শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে। রোববার (৪ আগষ্ট) দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। ফলে সকাল থেকেই দূরপাল্লারসহ আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে মহাসড়কে রয়েছে। সকালে কিছু ট্রাক ও কার্ভাডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা ওইসব যানবাহনগুলোকে আটকে দেয়।
এর ফলে মহাসড়কে বর্তমানে সুনশান নিরবতা অবস্থা বিরাজ করছে।

বেসরকারী প্রতিষ্ঠানের এক চাকুরীজীবি আমজাদ হোসেন বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোন গাড়ী নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি। আওলাদ হোসেন নামের আরেক যাত্রী বলেন, ঢাকা যাওয়া খুব জরুরী ছিল। কিন্তু কোনো যানবাহন না থাকায় বাসায় ফিরে যেতে হচ্ছে। এদিকে আদমজী-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল বিদ্যুৎ অফিস ও ভূমি পল্লী সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা ব্যরিকেড দিয়ে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, রোববার সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা অবস্থান নিয়ে মহাসড়কে যানচলাচল বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।