সংবাদ শিরোনাম ::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে রাস্তায় নামতে শুরু করেছে আন্দোলনকারীরা। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার (৪ আগস্ট) সকালে ঢল নামে মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।
এ সময় মহাসড়ক অবরোধ করে নানান স্লোগান দেন আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।