ঢাকা ইসকনের রথযাত্রায় ৩ লাখ লোক সমাগমের আশা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রী শ্রী জগন্নাথদেবের ধর্মীয় উৎসব রথযাত্রা আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, ধর্মীয় নাটকসহ ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে উৎসবের মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা।
শুক্রবার (২৮ জুন) এ উপলক্ষ্যে রাজধানীর স্বামীবাগ আশ্রমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উৎসবের বিস্তারিত তুলে ধরে ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। এ বারের রথযাত্রায় ৩ লাখ নারী-পুরুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন ইসকনের সংগঠকরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক জগদগুরু গৌরঙ্গ দাস ব্রহ্মচারী, ইসকন জাগ্রত ছাত্র সমাজের পরিচালক দ্বিজমণি গৌরাঙ্গ দাস ও জয় মহাপ্রভু দাস ব্রহ্মচারী প্রমুখ।
এ সময় ইসকন সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ বলেন, এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে। শোভাযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
৭ জুলাই স্বামীবাগ আশ্রমে সকাল ৮টায় শুরু হবে শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর দুপুর দেড়টায় আলোচনা সভা। তারপর দুপুর আড়াইটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হবে। উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রীয় অতিথিরা।
শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির- ইত্তেফাক মোড়- শাপলা চত্বর-দৈনিক বাংলা মোড়-রাজউক ভবন-গুলিস্তান- পুলিশ হেডকোয়ার্টার-সরকারি কর্মচারী হাসপাতাল-হাইকোর্ট মাজার-দোয়েল চত্বর-রমনা কালী মন্দির-টিএসসি মোড়-জগন্নাথ হল ও পলাশী হয়ে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
এরপর ১৫ জুলাই বিকেলে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আনা হবে।