সংবাদ শিরোনাম ::
কমপ্লিট শাটডাউন
ঢাকার সাথে সব জেলার যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস এবং কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে কমপ্লিট শাটডাউন পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) শিক্ষার্থীরা ঘোষণা দেন- হাসপাতাল, গণমাধ্যম ও অন্যান্য জরুরি সেবা ছাড়া এ কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে।
গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে বাসের কর্মচারীরা জানান, মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া টার্মিনালে যাত্রী না থাকায় বাস কোথাও ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রী না থাকায় টার্মিনালের প্রায় সব টিকিট কাউন্টার ফাঁকা। টার্মিনালের অনেক বাস কাউন্টার বন্ধ রয়েছে। দাঁড়িয়ে আছে সারি সারি বাস।
তবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার আশেপাশে ছেড়ে গেছে।