সংবাদ শিরোনাম ::
ঢাকায় আসবেন সৌদি যুবরাজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
ঢাকায় আসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (১১ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ে সৌদি সফর শেষে এ কথা জানান।
এ সময় তিনি বলেন, সৌদিতে বাংলাদেশের ৩০ লাখ প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠায়। বাংলাদেশিদের যেকোনো ইস্যুতে রিয়াদ ত্বরিত ব্যবস্থা নেবে। সৌদি আরব সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তা নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলসহ নানা জায়গায় বিনিয়োগ করছে সৌদিরা। তাই সৌদির সাথে শুধু রেমিট্যান্স নয় বিনিয়োগের সম্পর্কও স্থাপন হয়েছে। দেশটিতে হজ, ওমরাহ ও ভ্রমণে ছোটখাটো কিছু জটিলতা যা আছে, তা দূর করতে ব্যবস্থা নেবে সৌদি কর্তৃপক্ষ।