সংবাদ শিরোনাম ::
ড. ইউনূসকে স্বাগত জানালেন তিনবাহিনীর প্রধান ও সমন্বয়কেরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন ৩ বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম,সারজিস আলম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহসহ অন্য সমন্বয়কেরা।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক আসিফ নজরুল, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও স্বাগত জানান।
এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে। বুধবার (৭ আগস্ট) সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা জানান।