সংবাদ শিরোনাম ::
ড্রয়িং রুমের মেঝেতে পড়ে ছিলো মা ও দুই সন্তানের মরদেহ
পঞ্চগড় প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দলুয়া দিঘি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা ও দুই সন্তান নিহত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে আটোয়ারী উপজেলার এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার দলুয়া দিঘি এলাকার কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২), সায়হাম (৯)।
জানা যায়,বুধবার (১৪ আগস্ট) রাতে সেলিম তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়িতে আসেন। এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
আটোয়ারী থানার ওসি মুসা মিয়া জানান, এক নারী ও তার দুই সন্তানের মরদেহ ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থাকতে দেখি। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে।