ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক ৫জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলালে গভির রাতে ডাকাতির প্রস্তুতি কালে উপজেলার আলামপুর গ্রামে আবুল হায়াতের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ চক্রের পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া দুপচাঁচিয়া কোল গ্রামের মৃত মজিবর উদ্দীনের ছেলে মাঝের আলী ওরফে খোকা (৪৮ ), ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আঃ মাজেদ (২৬) আক্কেলপুর উপজেলার আলী মাহমুদপুর গ্রামের মৃত মহন রবিদাসের ছেলে শ্রী প্রশান্ত রসিদ ২৭), পলাতক আবুল হায়াতের স্ত্রী মোমেনা খাতুন,(২৩), ফরিদপুর জেলার কোতোয়ালি থানার টেপাখোলা গ্রামের মোতালেব মল্লিকের মেয়ে সিনথিয়া আক্তার (২০)।
এঘটনায় পলাতক রয়েছে, ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের খাজামুদ্দিনের ছেলে হাসান আলী (২৩), আলমপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আবুল হায়াত (৩১)
ডাকাতি প্রস্তুতি কালে আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, ১টি কুড়াল, ১টিকোদাল, ১টি বটি, দুইটি মোটর সাইকেল সহ নগদ ৪১ হাজার টাকা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) রাত ১০টায় উপজেলার আলমপুর ইউনিয়ন ডাকাতি প্রস্তুতিকালে ওই গ্রামে আবুল হায়াতের বাড়িতে একত্রিত হচ্ছিল। জেলা গয়েন্দা শাখা ডিবি (ওসি) আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আবুল হায়াতের বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ি ঘেরাও করে।
ওই সময় ডাকাত দলের সকল সদস্যদেরকে আত্মসমর্পনের আহবান জানানো হলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে। এক পর্যায়ে পুলিশ পিছু হটিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চাইলে। জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই ও ক্ষেতলালের অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। ওই সময় পুলিশ পাল্টা ১২ রাউন্ড কার্তুজ গুলি ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে ঘটনারস্থল থেকে ওই ডাকাত দলের পাঁচসদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এতে ডাকাত দলের এক সদস্য শ্রী প্রশান্ত রবিদাস পালানোর চেষ্টা করলে আঘাতপ্রাপ্ত হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে,, অপরদিকে ডিবি পুলিশের একজন সদস্য গুরুতর আহত হয়৷ এঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি আসাদুজ্জামান বলেন৷ ডাকাতির প্রস্তুতিতে কালে রাত ১০ হইতে ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৫জানুয়ারি সকালে কারাগারে পাঠানো হয়েছে।
সুজন কুমার মন্ডল