সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎকর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের হয়রানির প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, শুধু হয়রানী নয় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সকল অনিয়মিত, চুক্তি ভিত্তিক কর্মচারিদের চাকুরি নিয়মিত করতে হবে। নিম্নমানের মালামাল সরবরাহ বন্ধ করে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা আরো কঠোর কর্মসুচী প্রদানে বাধ্য হবে।
পরে দাবী বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা।