ঠাকুরগাঁওয়ে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ৫ জানুয়ারি নির্বাচনে ও বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নিহত ও আহত সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদের নিজ উদ্যোগে নিহত ও আহত যুবদলের দলীয় নেতাকর্মীদের তাদের নিজ বাড়িতে গিয়ে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং সেইসব পরিবার গুলোর খোঁজখবর নেয়া হয়।
নিহতরা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে ইউনিয়নের যুবদল নেতা হারুনুর রশিদ ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ জয়নাল আবেদীন, সেদিনের আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আহত হাত হারানো একই ইউনিয়ন যুবদল নেতা বড় খোচা বাড়ি দৌলতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে স্বপন, একই দিনে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের যুবদল নেতা হানিফ তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কয়েক মাস আগে পুলিশ হেফাজতে নেওয়ার পর মৃত্যুবরণ করেন জেলার হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেন। এই আহত এবং নিহত পরিবার গুলোর খোঁজ খবর নেয়ার পরে। ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল নেতাদের নিয়ে নিহতদের কবর জিয়ারত করা হয়।
এদিকে নিহতর পরিবারেরা জানান আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় ও তাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের সন্তান নিহত হয়েছে।