সংবাদ শিরোনাম ::
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শামিম
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ২টার দিকে উপজেলার আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শামিম (৪৫) উপজেলার আখিলা গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আব্দুস শামিম (৪৫)।
নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশেই রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামিম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।