ট্রাকের ধাক্কায় ‘সুন্দরী’ বাইকারের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
রাশিয়ার বিখ্যাত নেটপ্রভাবী বাইকে তুরস্কে বেড়াতে গিয়েছিলেন। আর সেখানেই মৃত্যু হলো তার। ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তাতায়ানা ওজ়োলিনার।
‘রাশিয়ার সবচেয়ে সুন্দরী বাইকার’ হিসাবে পরিচিত ছিলেন ৩৪ বছরের এই তরুণী। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অনুরাগী।
ইউটিউবে তাতায়ানার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ২০ লাখেরও বেশি। ইনস্টাগ্রামে ফলোয়ারের ১০ লাখ ছাড়িয়েছিলো।
বাইকে চড়ে ঘুরে বেড়াতে পছন্দ করতেন তাতায়ানা। এরপর ঘুরতে যাওয়ার ওসই ভিডিও ইউটিউবে পোস্ট করতেন। আর তা থেকেই আয় করতেন কোটি কোটি টাকা।
মোটরসাইকেল অ্যাডভেঞ্চারের জন্য সারাবিশ্বব্যাপী পরিচিত ছিলেন এই সুন্দরী বাইকার। শেষ ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছিলেন যে, তাকে ইউরোপে প্রবেশের অনুমতি না দেওয়ায় তুরস্কের দিকে রওনা দেন তিনি। তবে তুরস্ক থেকে আর ফেরা হল না। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়।
তুরস্কের সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র প্রতিবেদন অনুযায়ী, তাতায়ানার লাল টুকটুকে বিএমডব্লিউ বাইকটি নিয়ে তুরস্কের মুগলা থেকে বোদ্রাম যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা লাগে।
সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, বাইকারদের অন্য একটি গ্রুপের কারণে হঠাৎ ব্রেক কষতে হয়,এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয় ঘোষণা করেন চিকিৎসকেরা।
তাতায়ানার মৃত্যুতে শোকাহত পুরো পরিবার। ১৩ বছরের ছেলে বিশ্বাসই করতে পারছে না তার মা আর নেই।