ট্রাকের ধাক্কায় চার ভ্যানযাত্রী গুরুতর আহত
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
যশোরে ট্রাক চাকায় পিষ্ট হয়ে ৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টার দিকে যশোর- ঝিনাইদাহ সড়কের সাত মাইল মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলো-মাহাবুব হোসেন (৩০), মোহাম্মদ পিন্টু (২৭), মোহাম্মদ ওমর (৩৫)ও ওহাব মিস্ত্রি (৪০)। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যশোর সদর উপজেলার সাতমাইল রহমতপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী মাহাবুব অভিযোগ করে জানায়, আমরা ভ্যানে যশোরের দিকে আসছিলাম। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক আমাদের ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের এক্সেল ভেঙে পরে। আমরা চারজনই গুরুতর আহত হয়ে অচেতন পড়ি। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় আহতদের অবস্থা ভালো না। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে।