সংবাদ শিরোনাম ::
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, চালক আটক
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃতু্য হয়েছে। নিহত শিশটির নাম-মো. জীম (১০)। এ ঘটনায় ড্রাম ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বটতলার খা পাড়ার মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহত জিম পাবনা পৌরসভার বাদুরপুর এলাকার মো. ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কয়ারের অ্যাস্ট্রাসের খেলার মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফিরলো জিম। এ সময় একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাকে চাপা দায়। ট্রাকের চাকায় শিশুটির মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।