সংবাদ শিরোনাম ::
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত
বগুড়া প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
বগুড়ার দুপচাঁচিচয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। তারা হলো-সাদেকুল ইসলাম (২২) মোসাদ্দ্কেুল ইসলাম(১৯)। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার জিয়ানগর ইউনিয়নের দুই কলেজ ছাত্র বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে উপজেলার জেকে কলেজের সামনে বগুড়া-নওগাঁ সড়কে একটি ট্রাক পিছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং অপরজনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুপচাঁচিয়া থানার ওসি সোনাতন চক্রবর্তী সরকার জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়েই ট্রাকটি পালিয়ে গেছে।