সংবাদ শিরোনাম ::
টানা হারে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
ভারতের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায়ের শঙ্কায় বাংলাাদেশ দল। শনিবার (২২ জুন) সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরে যায় টাইগাররা।
রোববার (২৩ জুন) সকালে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হারলেই বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে শান্তদের। আর যদি আফগানিস্তান জয় পায়, তাহলে বিশ্বকাপে টিকে থাকবে বাংলাদেশ। তখন শেষ ম্যাচে অনেক সমীকরণের সামনে পড়বে টাইগাররা। এদিকে, টানা দুই জয়ের ফলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত।
শনিবার (২২ জুন) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ভারত। এর জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে আটকে যায় বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন।