ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটানা বৃষ্টি হচ্ছে কলকাতায়। দুর্যোগ চলছে মুম্বই শহরেও। গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে মুম্বই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে গেছে। এর ফলে ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল। বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে টানা বৃষ্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে একটু কমলেও দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগ আপাতত চলবে। বৃষ্টি চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুম্বই শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। ওই সময়ের পর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে।

পরিসংখ্যান বলছে মাত্র ৫ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। অল্প সময়ে এতো বৃষ্টির হওয়ায় অধিকাংশ রাস্তায় পানি জমে গেছে। পানি জমেছে মুম্বই বিমানবন্দরেও। এখন পর্যন্ত ১৪টি বিমান মুম্বইয়ে অবতরণ করতে পারেনি। লাইনে জল জমায় বন্ধ হয়ে গেছে লোকাল ট্রেন চলাচল। বিমান পরিবহণ সংস্থাগুলি যাত্রীদের উড়ানসূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মূলত এর জেরেই আগামী কয়েক দিন কোঙ্কণ উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে বলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

একটানা বৃষ্টি হচ্ছে কলকাতায়। দুর্যোগ চলছে মুম্বই শহরেও। গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে মুম্বই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে গেছে। এর ফলে ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল। বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে টানা বৃষ্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে একটু কমলেও দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগ আপাতত চলবে। বৃষ্টি চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুম্বই শহরের জন্য লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। ওই সময়ের পর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে।

পরিসংখ্যান বলছে মাত্র ৫ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। অল্প সময়ে এতো বৃষ্টির হওয়ায় অধিকাংশ রাস্তায় পানি জমে গেছে। পানি জমেছে মুম্বই বিমানবন্দরেও। এখন পর্যন্ত ১৪টি বিমান মুম্বইয়ে অবতরণ করতে পারেনি। লাইনে জল জমায় বন্ধ হয়ে গেছে লোকাল ট্রেন চলাচল। বিমান পরিবহণ সংস্থাগুলি যাত্রীদের উড়ানসূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে।

এদিকে, জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মূলত এর জেরেই আগামী কয়েক দিন কোঙ্কণ উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে বলে।